দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। আজ গ্রেপ্তার হতে পারেন ইমরান খান - Durontobd

Durontobd

The world of humans is no longer human. The relationship between blood and soul no longer exists. There is only a story of selfishness. We don't think once that at any time I or you can leave this world. Even then, the world is still going on about who will kill and eat whom. Who will cheat whom to grow up. This is not desirable in this world.....

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, February 21, 2023

আজ গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: 

বেশ কিছু ধরেই পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের খবর বিশ্ব মহলে বাতাস ভারি করেছে। অবশেষে জানা গেছে আজ যে কোন সময় গ্রেপ্তার করা হবে পাক সাবেক প্রধানমন্ত্রীকে।

মামলা হিসেবে দাঁড় করানো হয়েছে নিষিদ্ধ উৎস থেকে তহবিল সংগ্রহ। এই মামলায় গ্রেপ্তার করা হবে  পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সম্প্রচার সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ চ্যানেল।

ইরমান খান ও মামলার অপর আসামিদের গ্রেপ্তারের এই উদ্যোগ নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। গ্রেপ্তার অভিযান পরিচালনা করতে ইতোমধ্যে চার সদস্যের একটি টিমও গঠন করেছে এফআইএ এবং সেই টিমের সারসংক্ষেপ সংস্থার মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। মহাপরিচালক অনুমোদন দিলেই অভিযান শুরু হবে।

পাকিস্তানের ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট অনুযায়ী, যে কোনো রাজনৈতিক দলের জন্য বিদেশি অর্থ বা তহবিল গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ। যদি কোনো দল সরকারে থাকা অবস্থায় বিদেশি তহবিল গ্রহণ করে- সেক্ষেত্রে ওই দলের শীর্ষ নেতা রাজনীতি ও জাতীয় বা স্থানীয় নির্বাচনের জন্য আজীবন নিষিদ্ধ হতে পারেন।