জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুবলা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এক পরিকল্পিত ঘটনার অংশ হিসেবে রেললাইনে আগুন জ্বালানো হয়েছে। রাত পৌনে ২টার দিকে আখাউড়া-চিনাইর সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী সরাসরি রেললাইনের ওপর আগুন লাগিয়ে রেখেছিল। আগুনের কারণে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুই ঘণ্টার মতো থেমে থাকতে বাধ্য হয়।
রেলওয়ে কর্মী ও পুলিশ দ্রুত পৌঁছালেও, আগুন লাগানোদের ধরা যায়নি। আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন, “দুর্বৃত্তরা প্লাস্টিকের পাইপ ব্যবহার করে আগুন জ্বালিয়েছে, আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তবে তারা পালিয়ে গেছে; রেললাইনের কোনও ক্ষতি হয়নি।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সাধারণ লাঠিবদ্ধ বা দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে রেল যোগাযোগ ব্যাহত করার একটি চক্রান্ত হতে পারে। স্থানীয়রা আতঙ্কিত, কারণ দেশের গুরুত্বপূর্ণ রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ মূল হোতাদের চিহ্নিত করতে তৎপর।
স্থানীয়দের দাবি, “যদি সময়মতো তদন্ত না হয়, এমন ঘটনা আবার ঘটতে পারে।” রেলওয়ে প্রশাসন ইতিমধ্যেই নজরদারি বাড়াচ্ছে, নিরাপত্তা জোরদার করছে, এবং সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ টহল রাখার পরিকল্পনা নিয়েছে।
