দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বঙ্গবন্ধু আবার কেন ডাক দিচ্ছে? (একটি কবিতা) - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 22 February 2023

বঙ্গবন্ধু আবার কেন ডাক দিচ্ছে? (একটি কবিতা)

লেখক মোঃ মহিউদ্দিন (বন্ধু) :

হরতাল হরতাল ধর ধর মার মার 

ভাঙ্গছে বাড়ি, দিচ্ছে আগুন গাড়িতে 

মরছে মানুষ অহরহ অহরহ তাতে কার যায় আসে । 

আজ দেশের এ কী অবস্থা ? 

দেশের মানুষের কী হলো ?

বিভেদের মেলা, দেয় অখন্ড জ্বালা, যদি হয় ঝগড়া বিবেধের ঝড় ,বিশ্বচক্রকারীদের কাজ হবে আমাদের ধর, বলবে দলে দলে মারামারি কর আমাদের পকেট স্বার্থ হাসিল কর ।

আরে তোরা মারামারি কর, মর মেধাবী হলে আমাদের সাথে চল, এই কি শান্তি ? এই কি উন্নতি ? 

যদি নেতা নেতৃবৃন্দের হয় তর্কাতকি, তাহলে দেশের অলিগলিতে হয় মারামারি, হিংসা বিদ্বেষের ছড়াছড়ি।

বীরমুক্তিযোদ্ধারা কি এই হানাহানির জন্য দেশ স্বাধীন করেছিল ? বিশ্বে এতো সত্য বিপ্লব কেন হয়েছিল ? এই চিন্তায় ভাবিয়া ঘুমিয়ে পড়ি । 

স্বপ্নে দেখি রাস্তার পোস্টারে, ইতিহাসের পাতায় বজ্রকণ্ঠের বীর বঙ্গবন্ধুর ধ্বনি ।

আমায় কয়, হে পুষ্প শোন মুক্তিযুদ্ধ করেছি, অন্যায় বৈষম্যের বিরুদ্ধে ।

দিয়েছে মায়াবি বুকের তাজা রক্ত ঢেলে ,

 তুমি কী জান ? হারিয়েছে কত মা তার সন্তান ?

কত পুস্প মা - বাবাকে ডাকতে পারেনি, মা মা - বাবা বলে আর একটিবার ।

কত মা - বোনের পড়েছে বীরঙ্গনার দাগ, ত্রিশ লক্ষ শহীদ করে আর্তনাদ ।

আমি বঙ্গের বঙ্গবন্ধু, ভাসানী, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, হয়ে বলছি আবার ।

যদি ভালোবাস আমায় , আমাদের যদি হৃদয়ে রাখো শহীদের স্মরণ

তবে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিজের মধ্যে কর জাগরণ ।

সর্বাপ্রাণে যুদ্ধে লড়েছি পাকসেনাদে সাথে ছিলনা কিছু, বুকে ছিল মুক্তির শক্তি ।

এই শক্তিই দিয়েছিল পরাধীনতা থেকে মুক্তি ।

লাঠি, হাতুড়ি, বাইফেল দিয়ে বাজিয়েছি বিজয়ে নিশান, আমরাই সে বাংলার কৃষাণ ।

হে আমার বাংলার স্বজন, বিশ্বপ্রেম কর অর্জন, আমরাও তার আপনজন

যদি নিজেদের মধ্যে হয় ঝগড়া- ঝাটি, তাহলে কীসের উন্নতি

প্রয়োজন জাতীয় সংহতি পাবে শান্তি হবে উন্নতি ।

বিশ্ব চায় পরাধীনতা থেকে মুক্তি, শান্তি ।

প্রতি ভালোবাসা দিবে, প্রশান্তির দ্রুতি , মুক্তির শক্তি ।

এটি আমাদের বর্তমান সময়ের উক্তি, যদি মহামানবের প্রতি থাকে ভক্তি ।

অনুসরণে পাবে তুমি মুক্তি, জাগাও ভালোবাসার তৃপ্তি ।

হিংসার শেকল ভাঙ্গো,পাষাণ বরফে লাগাও হাওয়া, এই হাওয়া ভালোবাসার চাওয়া । 

বিশ্বকর্মে আর নয় শ্রমিক, যাবে অধ্যাপক গুরুরুপে সঠিক রাস্তায় প্রদর্শক হিসেবে ।

তাহলে আর মারতে পারবে না লাথি, রেখে আসবে ভালোবার স্মৃতি ।

এটিই হবে মানবিক মহাসমাজ গড়ার সংগতি, এভাবে হবে প্রকৃত উন্নতি ।


শোষণ আগ্রাসন থেকে আমরা থাকব মুক্ত, মানবতার জাগরণে আমরা হবো শুদ্ধ ।

চোরহীন, ঝগড়া বিভেদহীন জাতি - ধর্ম বিভেদ ভুলে, মানব প্রেমের বলে আত্মশক্তির প্রদীপ জ্বলে ।

জ্বালাও মানবতা শুদ্ধাচারে বাতি, শোষণ নির্যাতন হতে পারে না নেতৃত্বের জ্ঞাতি । 

নিজের কাজ সর্বোচ্চ করাই প্রকৃত উন্নতি,

বাংলাদেশ হবে শান্তির কানন,

বিশ্বকে দিবে প্রশান্তির মনন প্রজনন ।

প্রত্যয় হোক ভালো মানুষ ,ভালো দেশ ,স্বর্গভূমির বাংলাদেশ , সোনার বাংলাদেশ,ইনশাল্লাহ সব সম্ভব।


হে পুষ্প এখন থেকে স্বপ্ন দেখো আমরা হবো, পৃথিবীর সেরা দশ জাতীর একজাতী ।

সোনার বাংলা হয়েছে গঠন , জাতি - ধর্ম - বর্ণ - গোত্র মিলে হও এক , স্মরণ করো মুক্তিযুদ্ধের ত্যাগ ।

পেরেছিলাম আমরা, পারবেও তোমরা, লক্ষ্য, বিশ্বাস, পরিশ্রম যোগ্যতা ভালোবাসা দিয়ে ।


হঠাৎ ভাঙ্গল ঘুম টেলিভিশনের শব্দে, টেলিভিশনের পর্দায় দেখি 

অর্থনীতি ও উন্নয়নের সম্ভাবনায় এগিয়েছে বাংলাদেশ, অপ্রতিরোধ্য বাংলাদেশ । 

বঙ্গবন্ধুর বিশ্বাসের বাণী, আমরাই প্রজন্মের নব ধ্বনি ।