দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। আমরা পুরোপুরি আওয়ামী লীগের জোট থেকে বাইরে চলে এসেছি : জিএম কাদের - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 22 February 2023

আমরা পুরোপুরি আওয়ামী লীগের জোট থেকে বাইরে চলে এসেছি : জিএম কাদের

রাজনীতি প্রতিবেদক :

ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে কাছে বন্ধু বলে চিহিৃত জাতীয় পার্টি। বর্তমানে আওয়ামী লীগের সাথে সেই আগের সু-সম্পর্কটা আর নেই বলেই অনেক জাতীয় পার্টির নেতারা বলে আসছে বহু দিন ধরেই।

এবার এ বিষয়ে সরাসরি মুখ খুলেন চেয়ারম্যান জিএম কাদের। তিনি সাংবাদিকদেন বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনীতি আমরা গভীর ভাবে অবলোকন করছি। আওয়ামী লীগের সাথে ২০১৪ সালে বা ২০০৮ সালে যেভাবে ছিলাম ২০১৮ সালে সেভাবে ছিলাম না। নির্বচনী বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডি যাকে বলে আর কি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রার্থীদের বিপক্ষে আওয়ামী লীগে প্রার্থী দেয়নি আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের বিপক্ষে প্রার্থী দেয়নি। আবার অনেক জায়গায় আমরা পাশাপাশি নির্বাচন করেছি। সেখানে আমরা তাদের সাথে জোটে দীর্ঘ সময় থেকেই নেই। আর যেদিন থেকে আমরা সংসদে বিরোধি দলের ভূমিকা গ্রহণ করেছি সে দিন থেকে আমরা পুরোপুরি ভাবেই আওয়ামী লীগের জোট থেকে বাইরে চলে এসেছি। এখনও আমরা সেই বাইরেই অবস্থান করছি। এর মানে এই না যে আমরা বিএনপিতে যোগ দিয়েছি বা অন্য কিছু। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিতে কর্মসূচী ছিল বা আগামী দিনে যেটা থাকবে বলে মনে করি, দেশ ও জনগণের জন্য প্রত্যাশা অনুয়ায়ী যেটা করা উচিত সে গুলো জনগণের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আমরা নিজেদের রাজনৈতিক ভাবে সমৃদ্ধ করার জন্য।'

তিনি আরো বলেন, নির্বাচনের আগে এসে আমরা ঠিক করব কোথায় কিভাবে আমরা শক্তিটাকে কাজে লাগাবো দেশ ও জনগণের স্বার্থে। কোথায় কিভাবে গেলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা যাবে।

এছাড়া যুগপদ আন্দোলনের জন্য কোন বৈঠক আনুষ্ঠানিক ভাবে এখনও হয়নি বা আলাপ হয়নি সেভাবে। আগামীতে যদি হয় তাহলে প্রকাশ্য ভাবেই হবে এবং জানানো হবে।'

জাতীয় পার্টির নির্বাচনী লক্ষ্য কি জানতে চাইলে জিএম কাদের বলেন, ‌'আমরা কার সাথে যাব, কিভাবে যাব, কি কি শর্তাবলিতে এক হব এসব তো পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভর করবে।'

সূত্র : https://www.youtube.com/watch?v=hjy43_YCWhg