আন্তর্জাতিক ডেস্ক :
ভূমিকম্পে প্রায় অর্ধ লক্ষ প্রাণহানির দগ্ধ ক্ষত না শুকাতেই আবারো বড় ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক-সিরিয়া। তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৬.৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আল-জাজিরার। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায় এবং উত্তর সিরিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে তুরস্কে ছয়জন নিহত হয়েছে।
দুটি নতুন শক্তিশালী আফটারশক তুরস্ক এবং সিরিয়াকে আঘাত করেছে। উভয় দেশ এখনও ৬ ফেব্রুয়ারিতে বিধ্বংসী ভূমিকস্পের ধ্বংস লীলা থেকে বেরিয়ে আসতে পারেনি। কমপক্ষে ৫০ হাজারের কাছাকাছি মানুষ মারা যায়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান বলেছেন, সোমবার সন্ধ্যার ভূমিকম্পে ২৯৪ জন আহত হয়েছেন।
তুর্কি মনিটর কান্দিলির মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল তুরস্কের সামান্দাগ জেলায়, তবে এটি সিরিয়া, ইসরায়েল, ইরাক, লেবানন এবং ফিলিস্তিনে অনুভূত হয়েছিল, মিডিয়া রিপোর্ট অনুসারে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আলেপ্পোতে ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছে যখন হাতায়ের মেয়র বলেছেন, বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং লোকজন ভিতরে আটকা পড়েছে।
সূত্র : আল-জাজিরা