নবীনগর প্রতিবেদক :
ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট হতে প্রস্তুতি নিয়েছে। এ তথ্য ছাড়াও ২০২৩ সালের শুরুতে বাংলাদেশের কোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলছে! এ খবরটি জানার পর হতবাক হওয়া ছাড়া আসলে আর কিছু করার থাকে না। জানা গেছে, কমিটি আছে শুধু হালুয়া-রুটি ভাগাভাগি করতে।
এমন নয় যে দেশের সরকার শিক্ষা খাতে বাজেট দিচ্ছে না, এমন নয় যে জেলা-উপজেলা গুলোতে প্রাথমিক বিদ্যালয় গুলোর জন্য সরকারের অর্থ বাজেট নেই! তাহলে কেন শুনতে হচ্ছে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলা , রতনপুর ইউনিয়ন এর যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলছে?
কেন স্থানীয় মানুষ গুলো ক্ষোভ প্রকাশ করে মন্তব্য দিচ্ছে।
যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রসঙ্গে সেখানকার একজন বয়ঙ্ক বলেন, আমার পেছনে এটা গ্রামের প্রাথমিক বিদ্যালয়, এখানে তালা ঝুলছে কেন? স্কুলে কোন শিক্ষিক নেই, নেই কোন ছাত্র-ছাত্রী। স্কুলের কমিটি আছে। কাজের বেলায় কেউ নেই, হতবাক করা ঘটনা।’
পরে অল্প বয়সী এক যুবক আাক্ষেপ করে জানায়, প্রতি বছর আমরা এই স্কুলের সামনে ভাষা দিবসে অনুষ্ঠান করি। স্কুলের কমিটি কিছু করে না জানি, সেটা জেনেই আমরা গ্রামের ছেলেরা মিলে আয়োজন করি। এবার আমাদের কোন খবর দেয়া হয়নি। আমার মনে করেছি স্কুল থেকে কিছু করা হচ্ছে। এসে দেখালাম কেউ নেই! আমি জানতে চাই স্কুলের কমিটি করার সময় তো সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান পদে কে কে থাকবে এ নিয়ে চিৎকার করা শুরু হয়ে যায়। তাহলে স্কুলে তালা কেন? আফসোস যে বছরের একটা ভাষা দিবসে কিছু করতে পারলাম না।’