কাজী তৌহিদুল ইসলাম মালদ্বীপ প্রতিনিধি :
বাড়িতে রং দিতে এসে প্রবাসীর স্ত্রী হেলেনা বেগমকে নিয়ে রং মিস্ত্রি উধাও হয়ে যাবার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াতে। মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ সিদ্দিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা, সোনারামপুর ইউনিয়ন ও চরশিবপুর গ্রামের অধিবাসী সিদ্দিক মিয়ার বাড়িতে রং করার জন্য রংমিস্ত্রি হাসান আল মামুনকে কাজ দেন।
সেই রং মিস্ত্রি হাসান আল মামুন প্রবাসীর সিদ্দিক মিয়া বউ হেলেনা বেগমের সাথে পরকীয়া জড়িয়ে যান। হেলেনা বেগমের পিতা মৃতু ইয়ার খানঁ ও মাতা শিউলি বেগম। দীর্ঘ সাত বছর ধরে মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ সিদ্দিক মিয়া প্রবাসের মাটিতে আছেন। বাড়ির কাজ শেষ হলে দেশে যাবে বলে স্বামীসিদ্দিক মিয়া স্ত্রীকে সিদ্ধান্ত জানিয়ে রাখে। কিন্তু এর আগেই বাড়ির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রংমিস্ত্রি হাসান আল মামুনের সাথে পালিয়ে যান হেলেনা বেগম।
প্রবাসী স্বপ্ন ভেঙ্গে দিল রংমিস্ত্রি এবং হেলেনা বেগম, যাওয়ার সময় নগদ ৫ লক্ষ টাকা, চার ভরি স্বর্ণ এবং একটি ঘরের টেলিভিশন নিয়ে গেছে বলে জানা গেছে।
