দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। আমি চিন্তা করছি আপনাদের কাছে দলের নাম চাইব - পাপন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 18 May 2023

আমি চিন্তা করছি আপনাদের কাছে দলের নাম চাইব - পাপন

খেলার প্রতিবেদক:
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল দেখতে এসে আজ বিসিবি সভাপতি নাজমুল ৈহাসান পাপন বলেছেন, ‘আপনাদের সবার কাছে কিন্তু একটা করে দল চাইব বিশ্বকাপের, স্কোয়াড না একদম একাদশ দিতে হবে।’ 


গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিং শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ও বললেন নাজমুল হাসান পাপন। মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে থাকা না থাকা প্রসঙ্গে প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।


পাপন সাংবাদিকদের বিশ্বকাপ দল প্রসঙ্গে আরো বলেন, 'এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি, কিন্তু ওখানে অনেকে মনে হয়েছে ক্রিকেট নিয়ে কোন ধারণাই নেই, কিন্তু মন্তব্য করেই যাচ্ছে। আপনারা এখানে যারা আছেন তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই, আমার চেয়ে বেশি জানেন এমন বহু লোক আছে। আমি চিন্তা করছি আপনাদের কাছে দলের নাম চাইব যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কি বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কি মনে করেন কাকে খেলানো উচিত। '


তিনি আরো বলেন, 'আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কী আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছিল। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নিবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।'


দলের পেস বিভাগ নিয়ে এক প্রশ্নের জবাবে পাপন বলেন, 'আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপের খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, ইবাদত,মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তাহলে মানে ছয়টা বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।'


তিনি বলেন, 'কোন কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোন কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে মধ্যে তাহলে বলটা করবে কে। এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু কি করবে আমি জানি না, আমার কথা বলছি।'


দল নিয়ে পাপন বলেন, 'ওই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাটিংয়ের দিক থেকে আফিফ, মাহমুদউল্লাহ দুজনেরই ব্যাটিং অনুযায়ী থাকতে পারে। রাব্বি চোট থেকে আসার পর তেমন কোন পারফর্মেন্স করেনি। আপনি যদি বোলিংয়ে চিন্তা করে এখানে এগিয়ে থাকবে আফিফ, মোসাদ্দেক। মাহমুদউল্লাহও করতে পারে। ফিল্ডিংও যদি চান তাহলে আমার মনে হয় আফিফ ওদের উপরে। তারপরও মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে। কি চান আমার মনে হয় একদিন আপনাদের ডেকে নাম চাইব।'