দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মাহমুদউল্লাহকে বাদ প্রসঙ্গ : স্ত্রী মিষ্টির ক্ষুব্ধ প্রতিক্রিয়া - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 13 August 2023

মাহমুদউল্লাহকে বাদ প্রসঙ্গ : স্ত্রী মিষ্টির ক্ষুব্ধ প্রতিক্রিয়া


খেলার ডেস্ক :
এশিয়া কাপকে সামনে রেখে ঘোষিত ১৭ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। বেশ আলোচনায় থাকলেও শেষমেশ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাকে দলে রাখেনি নির্বাচকরা। ভক্ত-সমর্থকদের মতো বিষয়টি মেনে নিতে পারেননি মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এক ফেসবুক স্ট্যাটাসে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন তিনি।


শনিবার (১২ আগস্ট) বিকালে এক স্ট্যাটাসের মাধ্যমে মিষ্টি জানান, ফিটনেসের পাশাপাশি ফর্ম বিবেচনায় মাহমুদউল্লাহ দলে থাকার যোগ্য দাবিদার। তবে, অবহেলার শিকার হয়েছেন এই অলরাউন্ডার।


স্ট্যাটাসে জান্নাতুল কাওসার মিষ্টি লেখেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করব, যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ ও ভালো মানুষ হিসেবে জানে। আলহামদুলিল্লাহ্। তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো, তা-ও সে কখনও কোনোদিন কিছু বলেনি–তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা। সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো! সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন। নিজের যোগ্যতায় সব সময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনও গর্ববোধ করছি, কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েনি! ভালো করে পরিসংখান অনুসন্ধান করলে দেখবেন! প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। আলহামদুলিল্লাহ। তাই, যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম।’

মিষ্টি আরও লেখেন, ‘আমি দোয়া করি, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার শিকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন‍্য বিশ্রামের ট্রেন্ড বন্ধ হোক, যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়।’


চলতি বছরের মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি এটাই জাতীয় দলে মাহমুদউল্লাহর ক্যারিয়ারের শেষ? বোর্ডের জবাব অবশ্য বেশ স্পষ্ট ছিল, বিশ্রামই দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। নতুনদের পরখ করে দেখা হবে। তবে, সেই নতুনরা ব্যর্থ হওয়ার পরও কেন দলে নেই মাহমুদউল্লাহ, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি নির্বাচকরাও।