দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মাহমুদউল্লাহকে নিয়ে 'ছেলেখেলার' দায় কার? - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 14 August 2023

মাহমুদউল্লাহকে নিয়ে 'ছেলেখেলার' দায় কার?


খেলার প্রতিবেদক :
অধিনায়ক সাকিব আল হাসানের 'স্মার্ট মুভের' অংশ হিসেবে দলে সুযোগ পেতে প্রাধান্য পাচ্ছে পারফরম্যান্স। সে প্রক্রিয়ার অংশ হিসেবেই এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সিনিয়র এই ক্যাম্পেইনারকে বাদ দেয়ার প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।


এ দিকে এবারই প্রথম নয়, টিম ম্যানেজমেন্টের সঙ্গে খেলোয়াড়দের শীতল সম্পর্ক নিয়ে এর আগেও ঘটেছে নানান অপ্রীতিকর ঘটনা। চান্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় দফায় বার্তা ছিল স্পষ্ট। দলে জায়গা পেতে অতীত পরিসংখ্যান কিংবা নামের ভার নয়, পারফরম্যান্সের পাশাপাশি ফিট থাকা বাধ্যতামূলক। 


পারফর্মার সাকিব নেতৃত্বে ফেরায় পরিষ্কার হচ্ছে হাথুরুর পরিকল্পনার বাস্তবায়ন। ক্রিকেটপ্রেমীদের আবেগ আর মিডিয়ার তোপের পরও মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়নি এশিয়া কাপ স্কোয়াডে।


অবশ্য রাখার সুযোগ কোথায়? শেষ ৩ বছরে ওয়ানডে ইন্টারন্যাশনালে সাদামাটা পারফরম্যান্স দেখা গেছে এই সিনিয়র ক্যাম্পেইনারের। ৬ কিংবা ৭ নম্বরে স্ট্রাইক রেটের হিসেব সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও অন্তত ১৫ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে রিয়াদের অবস্থান শেষ থেকে দ্বিতীয়। পাশাপাশি তার ফিল্ডিং অ্যাবিলিটি নিয়েও রয়েছে প্রশ্ন। সবশেষ ফিটনেস টেস্টে স্কোর ছিলো ১৭ দশমিক ৬।


পারফর্মাদের জায়গা করে দিতেই তাই রিয়াদকে ছেটে ফেলার মতো কঠিন সিদ্ধান্ত নেয় টিম সাকিব আল হাসান। মিস্টার সেভেন্টি ফাইভের স্মার্ট মুভে 'কোটা মুক্ত' বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড। তবে রিয়াদের বাদ পড়া যৌক্তিক হলেও প্রশ্নবিদ্ধ তাকে বাদ দেয়ার প্রক্রিয়া।


পারফরম্যান্স আর ফিটনেস ইস্যুতেই গত মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই রিয়াদ। তবুও এশিয়া কাপের ফিটনেস ক্যাম্পে হুট করে এই ক্রিকেটারকে ডাকে টিম ম্যানেজমেন্ট। বোর্ডের ইতিবাচক ইঙ্গিত পেয়েই দলের সঙ্গে ঘাম ঝরানো শুরু করেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। অনুশীলনে তাকে নিয়মিত দেখে গুঞ্জন ওঠে রিয়াদের জাতীয় দলে প্রত্যাবর্তনের।


তবে দল ঘোষণা হতেই বাস্তবতা স্পষ্ট হলো। এশিয়া কাপের স্কোয়াড তো দূরে থাক, এশিয়ান গেমস কিংবা বাংলাদেশ টাইগার্সের পরিকল্পনাতেও নেই রিয়াদ। অথচ নির্বাচকদের দাবি, বিশ্বকাপের দলে এখনও না-কি ফেরার সুযোগ রয়েছে এই ক্রিকেটারের।

 

অবশ্য টিম ম্যানেজমেন্টের সোজাসাপ্টা জবাবের অভাবে এর আগেও ভুক্তভোগী হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা-তামিম ইকবালের মতো দেশের ক্রিকেট তারকারা। পাশাপাশি বোর্ড-ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে টাইগার ক্রিকেটের এসব নায়কেরা হারাচ্ছেন সম্মানজনক বিদায়ের সুযোগ। এখানে বোর্ডের পেশাদারিত্বের প্রয়োজন তো অবশ্যই রয়েছে। পাশাপাশি ক্রিকেটারদেরও বুঝতে হবে আসলে কখন তাদের থামতে হবে।