রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ২০২২-২৩ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ্ব-১৬ বছরের বালকদের জন্য স্টেডিয়ামে মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
২০ শে ফেব্রুয়ারি বিকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মিনাজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা প্রমুখ।
.jpg)