দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মহান ভাষা দিবসেও চবিতে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ২০ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 21 February 2023

মহান ভাষা দিবসেও চবিতে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :

মহান ভাষা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই অংশের নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরেই সংঘর্ষে জড়িয়েছে । সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। দুইপক্ষ সংঘর্ষের জড়ায়। ঘটনায় ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ সকালে।

বিশ্ববিদ্যারয় সূত্র থেকে জানা গেছে, উপগ্রুপ বিজয়ের অনুসারীরা ‘ব্রাদার্স’ ও ‘মকু’ নামক দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে ‘ব্রাদার্স’ পক্ষটি আলাওল হল ও এ এফ রহমান হলে এবং অপরপক্ষ ‘মকু’ সোহরাওয়ার্দী হলে অবস্থানরত। সোমবার রাত ১২টার পর একুশের প্রথম প্রহরে ব্রাদার্সের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশে যেতে চাইলে সোহরাওয়ার্দী হলে অবস্থানরত মকুর নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়।

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত কর্মকর্তা দেলোয়ার জানান, ১১ জন খাতায় নাম লিখেছেনন। কিন্তু প্রায় ২০ জনের মতো এখানে চিকিৎসা নিতে এসেছেন। পাঁচজনের অবস্থা গুরুতর। দু-একটি করে সেলাই লেগেছে। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (সিএমসি) পাঠানো হয়েছে।

মকুর নেতা মোহাম্মদ দেলোয়ার বলেন, গত কয়েক দিন ধরে আলাওল হলে থাকা আমাদের কিছু কর্মীকে তারা বের করে দেওয়ার চেষ্টা করছে। আজকে রাতে আমরা আলাওল হলের দিকে যেতে চাইলে তারা আমাদের ধাওয়া করে।

তবে ব্রাদার্সের একাধিক নেতাকর্মী জানান, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে পুষ্পস্তবক নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।

তবে, পক্ষ দুটির সংঘর্ষ ঘণ্টা পেরোলেও ঘটনাস্থলে পুলিশ ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি। ফলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। যা রাত ২টা পর্যন্ত চলে।