খেলার ডেস্ক :
সপ্তমবারের মতো ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের দরজায় কড়া নাড়ছেন লিওনেল মেসি! কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমার মতো প্রতিপক্ষ থাকার পরও কেন আগেভাগেই লিওর নামটা সামনে আনার অনেক গুলো গ্রহণযোগ্য অংকের পরিসংখ্যান আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সপ্তমবারের মতো ফিফা দ্য বেস্ট পুরস্কারটা এবার কার পকেটে জমা হবে? এই প্রশ্নে অবশ্যই ঘুরে আসতে হবে গেল এক বছরে মেসির অর্জনের ভান্ডার থেকে। লিওনেল মেসি কেন আবারও একটা ফিফা দ্য বেস্ট জিতবেন? এই প্রশ্নের জবাব খুঁজতে জ্যোতিষী হওয়ার কোনো প্রয়োজন নেই।
গেল এক বছরে তিনি কী অর্জন করেছেন, সেই পরিসংখ্যানের পাতায় চোখ বুলালেই বাতাসের মতো স্বচ্ছ হয়ে যায় সব। দৌড়ে এমবাপ্পে, বেনজেমার মতো ফুটবলার থাকার পরও অবলীলায় বেছে নেয়া সম্ভব বছরের বিশ্বসেরাকে। বিশ্বকাপে যেভাবে খেলেছেন মেসি, তাতে স্বর্ণালি ট্রফিটা আর্জেন্টিনাকে উপহার দেয়ার পরই মিটে যায় অঙ্কের শেষ লাইন। তবে মেসির অর্জন যে আরও সমৃদ্ধ।
