বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মিনিষ্টার হাইটেক পার্ক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আগামী ২০ মে ২০২৩ ইং তারিখ থেকে সারা দেশব্যপী শুরু হতে যাচ্ছে আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (পুরুষ) ২০২২-২০২৩ এর আঞ্চলিক পর্বের খেলা। এইবারের আঞ্চলিক পর্ব কে ৭ (সাত)টি অঞ্চলে ভাগ করা হয়েছে এবং মোট ৪৮টি জেলা অংশগ্রহণ করছে।
২০-২২ মে ২০২৩ তারিখ পর্যন্ত রংপুর বিভাগের খেলা নীলফামারী জেলায় মোট ০৮টি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ২২-২৪ মে ২০২৩ পর্যন্ত রাজশাহী বিভাগের খেলা বগুড়া জেলায় মোট ৭টি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
২৮-৩০ মে ২০২৩ পর্যন্ত ঢাকা-খ বিভাগের খেলা গাজীপুর জেলায় মোট ০৭টি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ৩১ মে থেকে ০২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত ঢাকা-ক বিভাগের খেলা টাঙ্গাইল জেলায় মোট ০৬টি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ০৪-০৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের খেলা চট্টগ্রাম জেলায় মোট ০৮টি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ০৭-০৯ জুন ২০২৩ পর্যন্ত বরিশাল বিভাগের খেলা পটুয়াখালী জেলায় মোট ০৬টি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ১০-১২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত খুলনা বিভাগের খেলা নড়াইল জেলায় মোট ০৬টি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
.png)