দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ৭ম আই,টি,এফ কাপ তায়কোয়নদো ৭ম সাউথ এশিয়ান আর ২২তম বিশ্ব আসরের সিঁড়ি - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 18 May 2023

৭ম আই,টি,এফ কাপ তায়কোয়নদো ৭ম সাউথ এশিয়ান আর ২২তম বিশ্ব আসরের সিঁড়ি

খেলার প্রতিবেদক :

বঙ্গবন্ধু ৭ম বাংলাদেশ কাপ আই,টি,এফ তায়কোয়নদো প্রতিযোগিতা আগামী ৮,৯ ও ১০ জুন ২০২৩ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে অনুষ্ঠিত হবে বলে এসোসিশেনের পক্ষথেকে আজ ঘোষণা করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় এই জাতীয় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।


প্রতিযোগিতা প্রসঙ্গে এসোসিশেনের মহা-সচিব সেনালায়মান শিকদার আজ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,প্রতিযোগিতায় যে সকল খেলোয়াড় ভালো ফলাফল করবে তারা আসন্ন ৭ম সাউথ এশিয়ান আই,টি,এফ তায়কোয়নদো প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য প্রাথমিক ভাবে মনোনিত হবে। 


৭ম এশিয়ান  আই,টি,এফ তায়কোয়নদো আসরটি ৪-৭ আগষ্ট ২০২৩ইং ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। উক্ত আসরে নির্বাচিত খেলোয়াড়গণ ২২তম বিশ্ব আই,টি,এফ তায়কোয়নদো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রাথমিক ভাবে নির্বাচিত হবে। প্রতিযোগিতাটি ২২-২৬ আগষ্ট ২০২৩ইং আস্তানা, কাজাকিস্তানে অনুষ্ঠিত হবে। তাই ৭ম বাংলাদেশ কাপ আই,টি,এফ কায়কোয়নদো প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ।