বাংলাদেশের ক্রিকেটারদের একমাত্র সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। কাল মিরপুরে বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
তবে এবার ২০২৩ সালের কোয়াবের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল আয়োজনটা একটু অন্য রকম। কারণ এবারের কাউন্সিলের মধ্যে দিয়ে কোয়াবে নতুন কমিটিতে মুখ দেখা যাবে বলে বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে।
সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি কোয়াবের নতুন ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন কাল। এছাড়া সাকিব ও তামিমও না-কি কোয়াবের কমিটিতে আছে বলে জানা গেছে বিসিবির সূত্র থেকে।
বিসিবির ঐ সূত্রটি জানিয়েছে, মুলত কোয়াবকে আরো শক্তিশালী করতেই না-কি মাশরাফি-সাকিব-তামিমকে নতুন কমিটিতে রাখা হয়েছে।
২০ মে ২০২৩ ১০টা ৩০ মিনিটে শেরই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় এই সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
