দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দুর্নীতির অভিযোগ পেলে এক মিনিটও অপেক্ষা নয়, প্রধান বিচারপতির হুঁশিয়ারি - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 19 May 2023

দুর্নীতির অভিযোগ পেলে এক মিনিটও অপেক্ষা নয়, প্রধান বিচারপতির হুঁশিয়ারি

ক্রাইম প্রতিবেদক :
বিচার প্রশাসনের কারও বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । তিনি বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নিতে এক মিনিটও অপেক্ষা করা হবে না।

বৃহস্পতিবার (১৮ মে) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ’জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩’ উপলক্ষে উচ্চ আদালতে সরকারি আইনি সহায়তার অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  

প্রধান বিচারপতি বলেন, ‘দেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্ট প্রশাসনে নিয়ে এসেছি। কক্সবাজার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছি। তাকে প্রধান করে দুর্নীতি রোধে একটি টাস্কফোর্স করেছি। তাদেরকে নির্দেশনা দিয়েছি সুপ্রিম কোর্টের কোনো সেক্টরে দুর্নীতি চলছে কি না, তা নিয়মিত মনিটরিং করার জন্য।’

 
এ সময় আইনজীবীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ’সুপ্রিম কোর্ট প্রশাসনে যদি দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হন, কোনো প্রমাণ থেকে থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা ব্যবস্থা নিতে পিছপা হবো না। তিনি যত উচ্চপদস্থ বিচার বিভাগীয় কর্মকর্তাই হন বা সুপ্রিম কোর্টর কর্মচারীই হোক। তার বিরুদ্ধে প্রসিডিং হবে সঙ্গে সঙ্গে।’ 

প্রধান বিচারপতি লিগ্যাল এইডের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিচারপপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে সারাদেশের লিগ্যাল এইড অফিসারদের পারফরম্যান্স আশাব্যাঞ্জক। লিগ্যাল এইডের কার্যক্রমকে যদি জোরদার করা যায়, তাহলে মামলাজট ধীরে ধীরে কমে আসবে।
 
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলাল, জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান প্রমুখ।